Title
২০১৩-২০১৪ অর্থ বছরের বয়স্ক ভাতা বিতরণের নোটিশ
Details
নিম্ন বর্ণিত তারিখ ও সময়সূচি অনুযায়ী সোনালি ব্যাংক লিঃ, বরুড়া শাখা, কুমিল্লা হতে বয়স্ক ভাতা বিতরণ করা হবে । এতদবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানানো হল । শাকপু(সাবেক দেওড়া) ১, ২, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড ২৬.১০.২০১৩(সকাল ১০ টা হতে, শাকপু(সাবেক দেওড়া) ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড ২৭.১০.২০১৩(সকাল ১০ টা হতে), বরুড়া পৌরসভা, কুমিল্লা ১, ২ ও ৩ নং ওয়ার্ড ২৮.১০.২০১৩(সকাল ১০ টা হতে), বরুড়া পৌরসভা, কুমিল্লা ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড ০৪.১০.২০১৩(সকাল ১০ টা হতে), বরুড়া পৌরসভা, কুমিল্লা ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড ০৫.০১০.২০১৩(সকাল ১০ টা হতে), খোশবাস(দঃ) ১, ২, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড ০৬.০১০.২০১৩(সকাল ১০ টা হতে), খোশবাস(দঃ) ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড ০৭.০১০.২০১৩(সকাল ১০ টা হতে) মোহাম্মদ শিবলীজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার, বরুড়া, কুমিল্লা ফোন: ০৮০২৭৫২১৫০, মোবাইল: ০১৭১১২০০১২৭, usso.barura@dss.gov.bd কার্যাথেঃ সোনালি ব্যাংক লিঃ বরুড়া শাখা কুমিল্লা । জ্ঞাতার্থেঃ০১. উপপরিচালক, জেলা সমাজসেবা, কার্যালয়, কুমিল্লা ।০২. উপজেলা নির্বাহী অফিসার, বরুড়া, কুমিল্লা ।০৩. মেয়র, বরুড়া পৌরসভা, কুমিল্লা ।০৪. চেয়ারম্যান,শাকপুর/খোশবাস(দঃ) ইউনিয়ন পরিষদ, বরুড়া, কুমিল্লা ।০৫. অফিস কপি/নোটিশ বোর্ড ।