Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বরুড়ায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন করতে প্রস্তুতি সভাব.........
Details

     প্রতিবছরের ন্যায় এবারও বরুড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় এ বছর সবচেয়ে বেশি পূজা মন্ডপ তৈরি হয়েছে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭৯টি সার্বজনীন পূজামন্ডপ প্রতিষ্ঠিত হয়েছে। ইত্যোমধ্যে পূজা উদযাপনের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ হওয়ায় পূজা মন্ডপ গুলোতে শুরু হয়েছে সাজ সজ্জার কাজ।  আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ সব পূজামন্ডপ গুলোতে যাতে হিন্দু সম্প্রদায়ের লোকজন শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন সেজন্য বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ, জন প্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে উপজেলা অফিসার্স কাবে গত ২১.০৯.২০১৪ ইং সকাল ১১টায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম নুসরাত সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সমর কান্তি বসাক,  বরুড়া থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অসিত রঞ্জন দাস, ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশন সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার শিবলীজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নাছিমা আক্তার, পল্লী বিদ্যুৎ বরুড়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. আবুল বাশার।

Images
Attachments