Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

 গ্রাম বাংলার বিনোদনের অন্যতম ক্ষেত্র খেলাধূলা। আদি কালের হা-ডু-ডু, কানামাছি বো-বো, গোল্লাছুট, ডাঙ্গুলি, ঘুড়ি উড়ানো, নৌকা বাইচ, সাঁতার প্রতিযোগীতা, কাবাডি, ফুটবল বর্তমান কালের ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় খেলা। দিনদিন খেলা গুলো হারিয়ে যেতে বসেছে। জীবন জীবিকা নির্বাহের জন্যে সকল মানুষই প্রতিযোগিতা করে। তদুপরি- খেলাধূলার সাথে সংশ্লিষ্ট উপাদান বিলীন হয়ে যাওয়ার কারণে অনেক খেলাই আজকের তরুণ সমাজের নিকট আরব্য উপন্যাসের মত অলৌকিক বলে মনে হতে পারে। পূর্বাপর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অতীতে খেলাধুলায় বরুড়া উপজেলার রয়েছে সোনালী অতীত।

তাছাড়া বিনোদনের ক্ষেত্রে কবিগান-বিচারগান আজও এ এলাকার গ্রামের মানুষকে মাতিয়ে রাখে সারাটা শীতকাল।