বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের সুদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সভাপতিত্বে সুদ্রা কাস্টারের সকল প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রধান শিক ও ছাত্রছাত্রী অভিভাবক সমন্বয়ে বিদ্যালয় হলরুমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বেগম নুসরাত সুলতানা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বাবুল। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোশনারা বেগম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, সুদ্রা কাস্টারের সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম পাটোয়ারী সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অভিভাবক বৃন্দ। প্রধান অতিথি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান সু-দৃঢ় করার লে প্রাক-প্রাথমিক শিক্ষাদানের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই তাদেরকে যত্ন সহকারে পাঠদান এবং আনন্দের সাথে হাতে খড়ি দেওয়ার জোর তাগিদ দেন। তিনি আরও বলেন, অভিভাবক, ছাত্র এবং শিকের সমন্বয়ে একটি মডেল বিদ্যালয় রূপান্তরিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস